Skip to main content
Close

Meta প্রযুক্তিতে লিড জেনারেশনের পরিচয়

Meta প্রযুক্তিতে লিড জেনারেশনের পরিচয়

  • By Meta Blueprint
  • Published: Jul 14, 2022
  • Duration 5m
  • Difficulty Intermediate
  • Rating
    Average rating: 0 No reviews

এই বিভাগে আপনি জানতে পারবেন কোন লিড জেনারেশন প্রোডাক্টটি, Meta প্রযুক্তি জুড়ে আপনার প্রচারের কৌশল ও গ্রাহকের সাথে যোগাযোগ করার বিকল্পের ক্ষেত্রে সবচেয়ে ভালো ভাবে মেলে।

এই বিভাগে আপনি নিচের যে বিষয়গুলো শিখতে পারবেন:

কোন লিড জেনারেশন প্রোডাক্টটি, আপনার প্রচারের কৌশল এবং গ্রাহকের সাথে যোগাযোগ করার বিকল্পের ক্ষেত্রে সবচেয়ে ভালোভাবে মেলে, তা ঠিক করুন। 

লিড জেনারেশন বলতে কী বোঝায়

লিড জেনারেশন হলো আপনার ব্যবসার প্রতি সম্ভাব্য গ্রাহকদের আকৃষ্ট করার বিপণন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার লক্ষ্য হলো, লোকেদের পুরো কেনাকাটার প্রক্রিয়া জুড়ে কোনো পদক্ষেপ নিতে উৎসাহিত করা, যাতে তাদের গ্রাহক হিসাবে কনভার্ট করা যায় বা তাদের গ্রাহক হতে সাহায্য করা যায়। আগেও বিজ্ঞাপনদাতারা সেলস টিমের সাথে মিলে লোকজনের সাথে অযাচিত আলাপের মাধ্যমে, নিজেদের ব্যবসার সচেতনতা এবং বিবেচনা তৈরির জন্য লিড জেনারেশন ব্যবহার করেছেন। তবে আজকালকার ডিজিটাল প্রযুক্তির সহায়তায়, বিজনেসগুলো গ্রাহক হওয়ার সম্ভাবনা যুক্ত লোকেদের সহজেই খুঁজে পেতে পারে।


যে ব্যক্তি আপনার ব্যবসার পণ্য এবং পরিষেবা সংক্রান্ত বিষয়ে আরও জানতে চান অথবা সেগুলো কিনতে চান, তিনিই হলেন লিড। কোনো ব্যক্তি কতটুকু আগ্রহী, তার ভিত্তিতেই জানা যায় তিনি শপিংয়ের যাত্রা বা কেনাকাটার প্রক্রিয়ার কোন অবস্থানে রয়েছেন। লিড জেনারেশনের মাধ্যমে আপনি সম্ভাব্য গ্রাহকদের সাথে শপিংয়ের যাত্রা জুড়ে যোগাযোগ করতে পারেন, তাদের বিষয়ে আরও জানতে পারেন। যতক্ষণ না তারা কিছু কেনার জন্য প্রস্তুত হন, আপনি তাদের আস্থা অর্জন করতে পারেন, তাদের সাথে সম্পর্ক গড়তে পারেন এবং আপনার ব্যবসার প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে তুলতে পারেন।

আরও জানার জন্য হেডারগুলো বড় করে দেখুন।

Meta প্রযুক্তি জুড়ে, লিড জেনারেশন সমাধানের মাধ্যমে সম্ভাব্য গ্রাহক খুঁজে বার করা

আপনার ব্যবসা Meta প্রযুক্তি জুড়ে, সম্ভাব্য গ্রাহকদের সাথে তাদের পছন্দসই যোগাযোগের মাধ্যমে, যেমন ফর্ম, কল বা মেসেজের মাধ্যমে, যুক্ত হতে পারে। 

আরও জানতে, এই তীর চিহ্নগুলো ব্যবহার করুন।

Bior Cucine কীভাবে লিড বিজ্ঞাপন ব্যবহার করে

Meta প্রযুক্তিতে উপলভ্য লিড জেনারেশন সংক্রান্ত প্রোডাক্টের বিষয়ে আপনি ইতিমধ্যেই জেনে গেছেন, এখন চলুন Bior Cucine-এর একটা কেস স্টাডি থেকে সেই প্রোডাক্টগুলোকে এক্সপ্লোর করা যাক।


সমস্যা

Bior Cucine আধুনিক, উচ্চ মানের, কাস্টম করা ডিজাইনের কিচেন তৈরি করে। বিক্রির উপর কোভিড-19 অতিমারির কী প্রভাব পড়বে, সে বিষয়ে সেলস টিম উদ্বিগ্ন ছিল, কারণ তারা প্রথাগতভাবে মুখোমুখি অ্যাপয়েন্টমেন্টের উপরে নির্ভরশীল ছিল। শো-রুম বন্ধ হয়ে যাওয়ার পরে, Bior Cucine-কে খরচ সাশ্রয়ী উপায় অবলম্বন করে অনলাইনেই অডিয়েন্স বাড়ানো এবং নতুন সম্ভাব্য গ্রাহক পাওয়ার চেষ্টা করতে হয়েছিল।


সমাধান

ইন্সট্যান্ট ফর্ম থেকে Bior Cucine যে তথ্য পেয়েছিল, সেগুলো থেকে তারা বুঝেছিল যে লোকজন কী ধরনের কিচেন চাইছে, তাই নতুন কন্ট্যাক্টদের সাথে যোগাযোগ করার সময় টিম এই বিষয়ে ভালমতো জানত।

Bior Cucine Meta প্রযুক্তির সমস্ত যোগ্য প্লেসমেন্ট জুড়ে নিজের লিড বিজ্ঞাপন চালানোর জন্য Advantage+ প্লেসমেন্ট (যেটা আগে অটোমেটিক প্লেসমেন্ট হিসাবে পরিচিত ছিল) ব্যবহার করেছিল। বিজ্ঞাপনগুলোতে, এটি সম্ভাব্য গ্রাহককে বিনামূল্যে একটি কিচেন ডিজাইনের প্রস্তাব দিয়েছিল এবং সাথে এখনই অনুরোধ করুন অ্যাকশন বোতামও ছিল।


বিজ্ঞাপনে ক্লিক করার পরে, লোকজনকে ইন্সট্যান্ট ফর্মে যোগাযোগের তথ্য দিতে হবে এবং “আপনার স্বপ্নের কিচেন কেমন হওয়া উচিত?”-এর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে।

ফলাফল

Bior Cucine মাত্র এক মাসে 80 টিরও বেশি নতুন কন্ট্যাক্ট সংগ্রহ করতে পেরেছিল। টিম এই পদ্ধতিতে 20টি কিচেন প্রজেক্ট বিক্রি করেছিল, যে ফলাফল নিয়মিত পরিস্থিতিতেও অর্জন করা কঠিন। Bior Cucine-এর প্রধান বিজ্ঞাপনের বাজেট ছিল প্রতিদিন €5 যার লিড প্রতি খরচ ছিল প্রায় €2, কিচেন রিডিজাইন প্রজেক্টের গড় খরচ বিবেচনা হিসাবে এটা বেশ ব্যতিক্রমী বিনিয়োগ ছিল।


উৎস: Bior Cucine-এর ওপর Meta-র কেস স্টাডি, জুন 2022।

একাধিক কমিউনিকেশন চ্যানেল ব্যবহার করা

সম্ভাব্য গ্রাহকদের পছন্দসই যোগাযোগ চ্যানেলে নিজের ব্যবসাকে উপলভ্য রাখলে, বাধা হ্রাস পায় এবং এটা আপনার ব্যবসায় আরও লিড তৈরি করতে সহায়তা করতে পারে। ক্রমবর্ধমান অডিয়েন্সের কাছে জনপ্রিয় হয়ে উঠতে, আপনার লিড জেনারেশন কৌশলে একাধিক যোগাযোগ পদ্ধতি ব্যবহারের কথা বিবেচনা করুন।


যেমন, স্থানীয় এবং ছোট ব্যবসার সাথে যোগাযোগ করার সময় সমীক্ষার 81% লোকই কলকে পছন্দ করেছে৷1  এছাড়াও ব্যবসার সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে মেসেজ করাও বেশ দ্রুত ও সহজ একটা উপায়। 1 বিলিয়নেরও বেশি মানুষ প্রতি সপ্তাহে Meta মেসেজিং পরিষেবা জুড়ে বিজনেস অ্যাকাউন্টে সংযোগ করছেন।2


1 4,866 জন Google এবং Facebook ইউজারদের ওপর Meta পরিচালিত সমীক্ষা। ডিসেম্বর 2021।

2 Q4 2021 Meta earnings call.

জ্ঞান পরীক্ষা

 

CS Mutual হলো আর্থিক পরিষেবা সংক্রান্ত কোম্পানি। কোম্পানি একটি নতুন ক্রেডিট কার্ড লঞ্চ করতে চলেছে, যাতে কলেজের শিক্ষার্থীরা তাদের ক্রেডিট স্কোর তৈরি করতে পারে। মার্কেটিং টিমের লক্ষ্য হলো সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছানো এবং যোগ্য লিড তৈরি করা। তারা জানে যে তাদের অডিয়েন্স ইতিমধ্যেই মোবাইল ডিভাইসে অনেক সময় ব্যয় করেন এবং Messenger, Instagram বা WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করতে পছন্দ করেন। 


Meta প্রযুক্তি জুড়ে কোন লিড জেনারেশন সমাধানটি CS Mutual-এর প্রচারের লক্ষ্য এবং অডিয়েন্সের পছন্দের যোগাযোগের সাথে মেলে?


2টি উত্তর বেছে নিন।


দাবি পরিত্যাগ: CS Mutual হলো Meta ক্রিয়েটিভ শপের তৈরি করা একটি কল্পিত ব্যবসার নাম। বাস্তব জীবনের ব্যবসার তৈরি করা কোনো কনটেন্টের সাথে এটির কোনো মিল পাওয়া গেলে, তা ইচ্ছাকৃত নয়।

মূল শিক্ষা

লিড জেনারেশন হলো সম্ভাব্য গ্রাহকদের নিজের ব্যবসার প্রতি আকৃষ্ট করার মার্কেটিং প্রক্রিয়া এবং বিজ্ঞাপনদাতারা নতুন অডিয়েন্সের মধ্যে বিবেচনা ও সচেতনতা বাড়াতে এবং তাদের গ্রাহক হিসাবে পরিণত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি ব্যবহার করে আসছে।




উন্নয়নশীল ব্যবসাগুলো জানে যে লোকজন তাদের খুঁজে পেলে, নতুন সম্ভাব্য গ্রাহকও তৈরি হবে। বর্তমানে ডিজিটাল ডিসকভারির অনেক উপায় থাকলেও, সেগুলোর কোনোটাই Meta প্রযুক্তি জুড়ে ডিসকভারির কার্যকারিতা এবং গুণমানের সমকক্ষ নয়।




Meta প্রযুক্তি জুড়ে, লোকেরা কীভাবে সময় কাটান এবং কীভাবে যোগাযোগ করতে পছন্দ করেন, যেমন ফর্ম, কল এবং মেসেজ, তার ভিত্তিতে, আপনি সম্ভাব্য গ্রাহকদের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারেন।

আরও সাহায্য চান? এই রিসোর্সগুলো ব্যবহার করে দেখুন।